নির্ধারিত দৈনিক কর্মঘণ্টা শেষ হয়ে যাওয়ার পর বসের অযৌক্তিক ফোনকল ও মেসেজ উপেক্ষা করার অনুমতি দিয়ে আইন পাস করার উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। গত বুধবার (৭ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই নতুন আইন তৈরির ঘোষণা দেন।
জানা যায়, অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার খুব শিগগিরই পার্লামেন্টে বিলটি উত্থাপন করবে। সরকার বলছে, আইনটি পাস হলে কর্মীদের অধিকার সুরক্ষিত হবে এবং কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য তৈরি হবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, আমরা বলতে চাচ্ছি, কেউ যদি দিনে ২৪ ঘণ্টা কাজের বেতন না পান তবে তাকে ২৪ ঘণ্টা অনলাইনে না থাকার জন্য জরিমানাও করা যাবে না।
অ্যান্থনি আলবানিজ আরও জানান, চলতি সপ্তাহের শেষের দিকে পার্লামেন্টে বিলটি উত্থাপন করা হবে। বিলটিতে স্থায়ী কাজ ও অস্থায়ী কাজের সুস্পষ্ট বিধান থাকবে। এ ছাড়া ট্রাক চালকদের জন্য ন্যূনতম বেতন কাঠামোও যুক্ত করা হবে।
রয়টার্স জানিয়েছে, একই ধরনের আইন ফ্রান্স, স্পেন এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে কার্যকর রয়েছে।