অবসরপ্রাপ্ত শিক্ষক,কর্মচারীদের বিদায় ওএডহক কমিটির সভাপতিদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত
মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার।।
দীর্ঘদিন পর মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষক,কর্মচারীদের বিদায় ও নবগঠিত এডহক কমিটির সভাপতি মহোদয়গণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আবদুর রউফ ও সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,জেলা বিএনপির সহ সভাপতি আবদুল কাদের সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ ও উপদেষ্টা আলা উদ্দিন আল আজাদ সহ প্রমূখ।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক,অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী,নব সভাপতি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসেন টুটুল।