মো : আহসানুল ইসলাম আমিন, জ্যেষ্ঠ প্রতিবেদক :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজ্জামেল হক বলেছেন, দরবার থেকে অলি আল্লাহদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে। যারা এখন ইসলামের অপব্যাখ্যাকারী, ধর্ম ব্যবসায়ী, তারা কিন্তু ইসলাম আনেনি। সুফিবাদেন মাধ্যমে এদেশে ইসলাম আসছে। সুফিবাদেও সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানবতা। মানুষ সবার উর্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে হক্কানী মঞ্জীলের মসজিদে জোহর নামাজ শেষে মুন্সিগঞ্জের লৌহজংয়ের চন্দের বাড়ীতে আলহাজ্ব হজরত শাহ সুফি খাজা আনোয়ারারুল হক রওশন জামিলের আর্বিভাব দিবস উপলক্ষে ২৫ তম বার্ষিক ইসলামি জলশায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সুফিবাদের যারা সেবক, সুফিবাদ নিয়ে যারা কাজ করেন, তাদের মাধ্যমে আল্লাহতালার পবিত্র কোরআনের মাধ্যমে যে ইাসলাম, নবী কমিরি (স.) এর যে আদর্শ , তাঁর যে গুণাবলি, তাঁর যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা ধারণ করে, মানুষকে আমাদের কাজের মাধ্যমে কথা-বার্তা আচার আচরণ, আল্লাহকে যাতে চিনতে পারে সেকাজ করার তৈফিক সেফিবাদের সেবকদেরকে আল্লাহ যেনো দান করেন।
এ সময়ে উপস্থিথ ছিলেন মুন্সিগঞ্জ -২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ হমান হলের প্রভোস্ট ড. সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ, হাক্কানী মঞ্জিলের ধারক বাহক আলহাজ্ব জাকির হোসেন সোবহানী, মো. মুজিবুর রহমান, আশেকান কামাল হাওলাদার, মো. খবির শাহ, উপজেলা নির্বহী কর্মকর্তা ডা. মো. আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন।