মুগ্ধ সাহা, স্পোর্টস রিপোর্টার।। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে স্বাগতিক ভারত। দিনের শুরুতে বাংলাদেশ আধিপত্য ধরে রাখলেও শেষ সেশনে এসে অশ্বিন ও জাদেজার পার্টনারশিপে ৬ উইকেটে ৩৩৯ রান সংগ্রহ করে ভারত।
সকালে টস জিতে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। দলীয় ১৪, ২৮ ও ৩৪ রানের মাথায় রোহিত, গিল ও কোহলিকে আউট করে শুভ সূচনার ইঙ্গিত দেন পেসার হাসান মাহমুদ। রোহিত শর্মা ও বিরাট কোহলি করেন মাত্র ৬ রান এবং শুভমান গিলকে ফিরতে হয় খালি হাতেই।
রিসভ পান্থ এবং জয়সোয়াল প্রতিরোধের চেষ্টা করলেও দলীয় ৯৬ রানে আবারো আঘাত হানেন হাসান মাহমুদ। ৩৯ রানে লিটনের হাতে ক্যাচ দিয়ে হাসানের চতুর্থ শিকার পান্থ। টেস্টে চতুর্থ ফিফটি পাওয়া জয়সোয়াল ৫৬ রানে ফেরেন নাহিদ রানার পেসে পরাস্ত হয়ে। ১৪৮ কিলোমিটারের বল খেলতে গিয়ে ফার্স্ট স্লিপে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেন সাদমানের হাতে ক্যাচ দিয়ে।
জয়সোয়ালের বিদায়ের পরের ওভারেই মিরাজের স্পিনে কাটা পরেন লোকেশ রাহুল। দলীয় ১৪৪ রানেই মাত্র ১৬ রান করে জাকিরের তালুবন্দি হয়ে বাংলাদেশের ষষ্ঠ ও মিরাজের প্রথম শিকার হন তিনি।
ম্যাচের এই ৪২.২ ওভার পর্যন্ত নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে থাকলেও এরপরের গল্পটা শুধুই অশ্বিন-জাদেজাময়। পরবর্তী ৩৭.৪ ওভারে ৫.১৭ রানরেটে দুজনে পার্টনারশিপ করেন ১৯৫ রান। প্রথম দুই সেশনে ৩টি করে মোট ৬ উইকেট বাংলাদেশ ঝুলিতে ভরতে পারলেও শেষ সেশনটা কাটাতে হয়েছে টেলএন্ডারের কাছে অসহায় আত্মসমর্পণ করেই।
দিন শেষ হবার মাত্র ২ ওভার আগে ক্যারিয়ারে ষষ্ঠ শতক তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। রিভিউতে বেচে যাওয়া জাদেজা করেন ২০তম অর্ধশতক। দিনশেষে অশ্বিন অপরাজিত ১০২ রানে ও জাদেজা অপরাজিত ৮৬ রানে। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪ এবং নাহিদ রানা ও মেহেদী মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।
এদিন সকালে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত দলে রেখেছেন ৩ পেসার দুই বোলার এবং ৮ জন ব্যাটসম্যান। অন্যদিকে বাংলাদেশও বেছে নিয়েছে একই পন্থা।
একাদশ:
বাংলাদেশ: সাদমান, জাকির, শান্ত, মমিনুল, মুশফিক, সাকিব, লিটন, মিরাজ, তাসকিন, হাসান, নাহিদ
ভারত: জয়সোয়াল, রোহিত, গিল, কোহলি, পান্থ, কেএল রাহুল, জাদেজা, অশ্বিন, বুমরাহ, আর্শ্বদীপ, সিরাজ
প্রথম দিন শেষে স্কোর:
ভারত: ৩৩৯/৬ (৮০)
অশ্বিন- ১০২*(১১২), জাদেজা- ৮৬*(১১৭), জয়সোয়াল- ৫৬(১১৮)
হাসান- ৪/৫৮, মিরাজ- ১/৭৭, নাহিদ- ১/৮০