Thursday , 25 April 2024
শিরোনাম

অসহায়া সালমা ,প্রতিবন্ধীর নেই মাথা গোজার ঠাঁই ।

হাজী মোঃ সিদ্দিকুর রহমান বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনা জেলা ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামের এতিমখানার সাথে অসহায় ৮০ বছরের বৃদ্ধ নুরুল ইসলাম এর সংসারে ছয় ছেলে মেয়েকে নিয়ে দুঃখে কষ্টে দিন কাটে তার। এই ছয় সন্তানের মধ্যে একটি মেয়ে প্রতিবন্ধী সালমা আক্তার, ভাগ্য এমনই যে এই প্রতিবন্ধী সালমা আক্তারের বিয়েও হয়েছিল। এবং দুঃখের বিষয় সেই সালমা আক্তার এর স্বামী বাবার বাড়ি ফেলে চলে যায়, সেখানে একটি ছেলে মোঃ খাইরুল ইসলাম বয়স ১৩ বছর। খাইরুল ইসলামকে এতিমখানায় লেখাপড়া করান মা সালমা আক্তার। প্রতিবন্ধী সালমা একটি টেইলার মেশিন চালিয়ে কোনভাবে জীবিকা নির্বাহ করেন, কিন্তু রাস্তার পাশে মানুষের ছোট একটি ঘরে থাকে। সেখানে মানুষ থাকার পরিবেশ নয় তারপরেও সেখানে থাকতে হয়েছে সেই প্রতিবন্ধী সালমা আক্তারের। সালমা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিনতি করে বলে একটি মাথা গোজার ঘর যদি পাইতো তাহলে সে চির কৃতজ্ঞ থাকবে। এই প্রতিবন্ধীর উপকার করার মত তার কোন আত্মীয়-স্বজন নেই। এ কথা জানা সত্ত্বেও কোন সরকারি সহায়তা পাননি তিনি কোন ইউপি সদস্য বা চেয়ারম্যান এর পক্ষ থেকেও এগিয়ে আসেনি এই হতদরিদ্র সালমার নিকট। ইতোমধ্যে বাংলা বায়ান্ন ৫২ নিউজ ডটকমের সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হয় এই হতদরিদ্র প্রতিবন্ধী সালমা আক্তার। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ বলেন সালমা একজন প্রতিবন্ধী অসহায় মেয়ে, যদি সরকারের কর্মকর্তারা নজর দিত এবং মাথা গোজার মতো একটি ঘর দিলে কৃতজ্ঞ হত এলাকার সাধারণ মানুষ এবং প্রতিবন্ধী সালমা আক্তার, এর বাবায় বলেন সালমা আক্তারের জন্য একটি ঘর দরকার যদি মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘর দিলে খুশি হত প্রতিবন্ধী সালমার বাবা।

Check Also

যুদ্ধ কোনো সমাধান দিতে পারে না, এটা বন্ধ হওয়া উচিত: প্রধানমন্ত্রী

চলমান রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-ইরান-প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x