বিশ্বকাপ ফাইনাল হারের জ্বালা কিছুটা হলেও জুড়াল ভারত। টি-টোয়েন্টি সিরিজে ওয়ান ডে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারাল স্বাগতিকরা। রায়পুরে চতুর্থ ম্যাচে সফরকারীদের ২০ রানে হারিয়েছে ভারত। এর মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।
শুক্রবার রাতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে অজিদের ইনিংস। লো স্কোরিং এই ম্যাচে দুদলের কেউই নাগাল পাননি হাফসেঞ্চুরির। সর্বোচ্চ রান করেন রিংকু সিং। ২৯ বলের ইনিংসে ৪৬ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন দলটির অধিনায়ক ম্যাথ্যু ওয়েড। ২৩ বলের ইনিংসে ৩৬ রান করেন তিনি। হার এড়ানোর জন্য তার ইনিংসটি যথেষ্ট ছিল না। ভারতের জয়ের নায়ক স্পিনার অক্ষর প্যাটেল। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নেন অক্ষর।
আগামী রোববার দুদলের মধ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি এখন শুধু্ই নিয়মরক্ষার।