অস্ট্রেলিয়ার আসন্ন ৪৭তম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে লড়বেন প্রবাসী বাংলাদেশি ড. এনামুল হক। এরই মধ্যে ক্ষমতাসীন দল লিবারেল পার্টি থেকে (এমপি) পদে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি।
আগামী মে মাসের ২১ তারিখ কিংবা এর পূর্বে অনুষ্ঠিতব্য ওই নির্বাচনে এনামুল হক মেলবোর্নের ‘হক’ আসন থেকেই লড়বেন।
এর আগে এনামুল হক অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি তখন গ্রেটার জিলং সিটি কাউন্সিলের কাউন্সিলর পদে লড়েছিলেন।
উল্লেখ্য, ড. এনামুল হক অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটি সংগঠনের সাথে জড়িত। এর পাশাপাশি তিনি বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল জার্নালের বোর্ড সদস্য।
ড. এনামুল হক সিডনি বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল এন্ড বায়োমলিক্যুলার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি শেষ করে – উলংগন বিশ্ববিদ্যালয়, নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় ও ডিকিন বিশ্ববিদ্যালয়ে গবেষক পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মেলবোর্নের আর এম আইটি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
এনামুল হকের ভাষ্য, ‘অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছে। যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা এগিয়ে আসলে এতদিনে হয়তো বাংলাদেশি এমপি কিংবা মন্ত্রী থাকতো অস্ট্রেলিয়ার পার্লামেন্টে। মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন প্রবাসী বাংলাদেশিরা যেনো আমাকে দেখে অদূর ভবিষ্যতে এখানকার রাজনীতিতে জড়িত হন সেজন্যই মূলত এই সিদ্ধান্ত।