Friday , 29 March 2024
শিরোনাম

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের নতুন কমিটি

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিকদের এই সংগঠনটির একটি সভা স্থানীয় সময় ২৩ অক্টোবর ২০২২ (রবিবার) সকাল ১১টায় সিডনির ল্যাকেম্বার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচনের মাধ্যমে দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির (২০২২-২০২৪) সদস্য নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: রহমতুল্লাহ ও সঞ্চালনা করেন শাখাওয়াত নয়ন।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন বেলাল হোসাইন। অনলাইনে সংযুক্ত হয়ে বাজেট পেশ করেন কোষাধক্ষ্য আবুল কালাম আজাদ খোকন।
সাধারন সম্পাদক ইকবাল ইউসুফ টুটুলের বাৎসরিক রিপোর্ট পেশ ও সভাপতি রহমতউল্লাহ সংক্ষিপ্ত বক্তব্যরের পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং এসবিএস বাংলা রেডিওর সাবেক প্রধান আবু রেজা আরেফীনকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দেন।
অস্ট্রেলিয়ার প্রবাসী রেডিও, টিভি, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, মিডিয়াকর্মী এবং অস্ট্রেলিয়াব বসবাসরত বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব’ গঠিত। এ সংগঠনে ৩০ জনেরও বেশি মিডিয়াকর্মী ও ফ্রিল্যান্সার সাংবাদিক যুক্ত আছেন। নির্বাচন কমিশনার সবার উপস্থিতে নির্বাচনের মাধ্যমে ২৪ সদস্য সংবাদকর্মীদের নিয়ে একটি নতুন কার্যনির্বাহী কমিটি ২০২২-২০২৪ ঘোষণা করেন।

১. সভাপতি:
মো: রহমতুল্লাহ (বিদেশবাংলা)
২. সহ-সভাপতি
ক) শফিকুল আলম (বাংলাকথা)
খ) কলামিস্ট কাজী সুলতানা সিমি (ভোরের কাগজ)
৩. সাধারন সম্পাদক:
ইকবাল ইউসুফ টুটুল (সম্পাদক, প্রবাসবাংলা)
৪. যুগ্ন-সাধারণ সম্পাদক :
ক) ড. শাখাওয়াত নয়ন (কলামিস্ট)
খ. সোলেইমান দেওয়ান (প্রকাশক প্রভাতফেরী পত্রিকা)
৫. কোষাধক্ষ্য :
মো: আবুল কালাম আজাদ খোকন (সম্পাদক নবধারা নিউজ)
৬. সাংগঠনিক সম্পাদক:
এস এম আমিনুল ইসলাম রুবেল (সময় টিভি প্রতিনিধি)
সাংগঠনিক সম্পাদক- নির্জন মোশাররফ (বাংলাভিশন, ঢাকা পোস্ট)
সাংগঠনিক সম্পাদক- আকাশ দে ( আরটিভি)
৭. গণসংযোগ সম্পাদক: বেলাল হোসাইন (সম্পাদক নিউজ এস ২৪.কম)
৮. সাংস্কৃতিক সম্পাদক: এলিজা টুম্পা (আরঙ্গ অনলাইন)

এছাড়া, এই কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন: কলামিস্ট আবুল হাসনাত মিল্টন, সম্পাদক আল নোমান শামীম (মুক্তমঞ্চ পত্রিকা), সম্পাদক আবু তারিক (সিডনি বেঙ্গলিজ), সম্পাদক আব্দুল মতিন (সিডনিবাসী-বাংলা), সাহাদাত মানিক (প্রিয় অস্ট্রেলিয়া), মারিয়া মুন ( ডিবিসি নিউজ),কলামিস্ট নাদেরা নদী, সম্পাদক আসলাম মোল্লা (বাংলাবার্তা) আসওয়াদুল বাবু (জন্মভূমি), হাসনা হেনা (মিডিয়া ব্যক্তিত্ব), শিমুল শিকদার (মিডিয়া ব্যক্তিত্ব) ও সজিব চৌধুরী ( মিডিয়া ব্যক্তিত্ব)।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x