তালুকদার ফয়সাল, স্টাফ রিপোর্টার
আইডিয়াল ল’ কলেজের এলএলবি (ফাইনাল) ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীদের ‘বিদায় ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত।
আজ ৩ই জানুয়ারি (শুক্রবার) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিয়াল ল’ কলেজ গভর্নিং বডির সভাপতি ড. এম. এ. হালিম পাটওয়ারী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়াল ল’ কলেজের অধ্যক্ষ জনাব এ্যাড. আলমগীর হোসেন পাটওয়ারী।
অধ্যক্ষ জনাব এ্যাড. আলমগীর হোসেন পাটওয়ারী
শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফলের ওপর গুরুত্বারোপ করেন ও বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সিনিয়র শিক্ষক জনাব মোঃ হায়দার আলী’র উপস্থাপনায় উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে দিকনির্দেশনামূলক আরো বক্তব্য প্রদান করেন ইউসিসি গ্রুপের পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন পাটওয়ারী, আইডিয়াল ল’ কলেজের সিনিয়র শিক্ষক ড. এন. এ. এম. জসিম উদ্দীন, সিনিয়র শিক্ষক বাকী মোঃ মূর্তজা, সিনিয়র শিক্ষক মনিরা খাতুন প্রমখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক মোঃ আরিফুর রহমান প্রধান, সম্মানিত শিক্ষক জনাব আব্দুস সামাদ সহ অন্যান্য শিক্ষক, এলএলবি ( ফাইনাল) ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ