আইপিএলে প্রথম ডাকে অবিক্রীত থাকার পর দ্বিতীয় ডাকে কলকাতা নাইট রাইডার্স নিয়ে নিল লিটন দাসে। একইসঙ্গে ভাগ্য খুলেছে সাকিব আল হাসানের। একই দলে লিটনের সঙ্গী হচ্ছেন বাংলাদেশের এই টি-টোয়েন্টি অধিনায়ক।
শুক্রবার কোচিতে অনুষ্ঠিত আইপিএলের নিলামের একদম শেষ দিকে গিয়ে সাকিবকে দলে ভেড়ায় কলকাতা।
ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখেই এই অল রাউন্ডারকে কিনে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এর আগে ভিত্তিমূল্য ৫০ লাখে লিটনকে দলে ভেড়ায় তারা।
এবারের নিলামে ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ২৭৩ জন ভারতীয়, ১৩২ জন বিদেশি খেলোয়াড় রয়েছেন। চারজন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। ১১৯ জন ক্যাপড ক্রিকেটার ও বাকি ২৯৬ জন আনক্যাপড। এবারের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট ৮৭টি স্লট পূরণ করবে, যাদের মধ্যে ৩০টি বিদেশি খেলোয়াড় থাকবে।