Saturday , 20 April 2024
শিরোনাম

আইপিএল খেলবেন সালমা-শারমিন

মেয়েদের আইপিএল খ্যাত ভারতের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা।

সুপ্তা জানান, আইপিএল খেলার সুযোগ পাওয়ার অনুভূতি অন্যরকম, দারুণ উচ্ছ্বসিত আমি।

বিসিবি অনাপত্তিপত্র দিয়েছে দুই খেলোয়াড়কেই। বিসিবির উইমেন্স উইংয়ের ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেন, সালমার সঙ্গে সুপ্তাও যাচ্ছে। এটা আমাদের জন্য সুখবর। দল এখনো ঠিক হয়নি তাদের। সেটি চূড়ান্ত করবেন আয়োজকরা। ১৬ কিংবা ১৭ মে তারা দেশ ছাড়বেন।

নিউজিল্যান্ডে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দারুণ ব্যাটিং করা সুপ্তা বলেন, আইপিএলে আমার খেলার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। নিশ্চিত না হয়ে বলতে চাচ্ছিলাম না। সালমা আপু একা সুযোগ পাওয়ায় খারাপ লাগছিল। কারণ আগের বছর সালমা আপুর সঙ্গে জাহানারা আপুও ছিলেন। এখন আমার ভীষণ আনন্দ হচ্ছে।

২৩-২৮ মে ভারতের পুনেতে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। যেখানে অংশ নেবে তিনটি দল সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি।

Check Also

মামুনের বিলাসী গাড়ি-বাড়ির পেছনে প্রবাসীদের সাথে ভয়ংকর প্রতারণা

প্রবাসীদের অপহরণ, এরপর দেশ থেকেই ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করে চক্রের কাছে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x