আই ডি ই বি কাতার চ্যাপ্টার আজ ২৮ মার্চ’২০২৪,
১৮ রমজান’১৪৪৫হিঃ. বৃহস্পতিবার কাতার সময় বিকেল ৪:৩০ মিনিটে পবিত্র মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল’২০২৪ এর আয়োজন করা হয় দোহার চার তারকা হোটেল “দী ক্যায়াম” এর পেপার্স মাল্টি কুইজিন এ।
সহ-সভাপতি প্রকৌশলী আমানত হোসেন এর সঞ্চালনায় পুরো অনুষ্ঠানের কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী আশরাফ উদ্দীন। এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী এম আবদুল মুকিত।প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম, এবং আরো উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা কাউন্সিলর(লেবার উইং) মাসহুদূল কবির, ডেপুটি চীপ অব মিশন ডঃ ওয়ালীউর রহমাম, কাউন্সিলর(পাসপোর্ট) মাহদী হাসান, দ্বিতীয় স্বচীব জনাব নাসির উদ্দীন ও রাষ্ট্রদূত এর পিও সাজেদূল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কাতার ইউনিভার্সিটির সন্মানিত সহযোগী অধ্যাপক আনোয়ারুল হাসাম ও বি সি কিউ এর সন্মানিত প্রেসিডেন্ট প্রকৌশলী আনোয়ার হোসেন আকন এবং সাধারণ সম্পাদক আমীন রসুল সাইফুল। প্রকৌশলী শাহজালাল এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।
রমাজান এর গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে মুল আলোচনায় মুখ্য আলোচক ছিলেন কাতার ধর্মমন্ত্রনালয়ের সন্মানিত খতীব মাওলানা নুর হোসাইন। উনি উনার ৩০ মিনিটের আলোচনায় পবিত্র কুরআন এর আলোকে আমাদের করনীয়সমুহ তুলে ধরেন এবং ড: আনোয়ারুল হাসান মানবজীবনের প্রতিটি কাজের চেক এন্ড ব্যালেন্স নিয়ে চমৎকার একটা উপস্থাপনা পেশ করেন এবং রমাদানে পবিত্র কোরআনের গুরুত্ব শীর্ষক একটি প্রানবন্ত আলোচনা করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল ইসলাম।
স্বাগত শুভেচ্ছা বক্তব্য রাখেন কনভেনার জনাব
প্রকৌশলী আশরাফ উদ্দিন। উপদেষ্টা প্রকৌশলী খন্দকার আবু রায়হান, প্রকৌশলী কামরুল আহসান মিয়া।
মান্যবর রাস্ট্রদূত মহোদয় এর প্রান চঞ্চল শুভেচ্ছা বক্তব্যের পর সভাপতির সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর পরেই সবার জন্য ওপেন বাফেট এ বাহারি স্বাদের খাবার এর আয়োজন করে সবার উন্মুক্ত করা হয়।
এতে আরো অংশগ্রহন করেন উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী প্রকৌশলী শাহাজাহান খান, প্রকৌশলী খন্দকার আবু রায়হান, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী জহুরুল হক, প্রকৌশলী কামরুল আহসান মিয়া ও প্রকৌশলী জাহেদূল ইসলাম। কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী যোবায়ের সুলতান, প্রকৌশলী হাসান চৌধুরী, প্রকৌশলী নুরুল আলম নুরু, প্রকৌশলী আকবর আলী, প্রকৌশলী আব্দূসসামাদ রনী , প্রকৌশলী আমরান হোসেন , প্রকৌশলী জিল্লুর রহমান, প্রকৌশলী হাসমত আলী, প্রকৌশলী পিন্টু মিয়া ও প্রকৌশলী মিজানুর রহমান। সাধারন সদস্যদের মধ্যে প্রকৌশলী ইহসানুর রহমান, প্রকৌশলী শামীম রহমান, জনাব প্রকৌশলী শাহীনুর ইসলাম, প্রকৌশলী মিরাজ হোসেন, প্রকৌশলী ওবায়দুর রহমান সহ আরো অনেকে।
অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও জনাব নুরুল কবির চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল মতিন পাটোয়ারী, চট্টগ্রাম সমিতির সদস্য প্রকৌশলী মনিরুল হক ও বিভিন্ন স্তরের কমিউনিটির নেতৃবৃন্দ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও কর্মকর্তা ই এম আকাশ, ইউসুফ পাটোয়ারী লিংকন, আকবর হোসেন বাচ্চু, গোলাম মাওলা আকাশ, সি এম শামীম ও আমীন বেপারি অনুষ্ঠানে উপস্থিত থেকে কাভার করেন।
সবশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায় অতিথিদের বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।