রনবীর চন্দ্র রায়, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি: শরতের আগমনের মধ্য দিয়ে আগামীকাল ২০ই অক্টোবর মহা ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, মন্ডপে মন্ডপে রং তুলির আঁচড়ে শেষ পর্যায়ে চলছে প্রতিমা সাজানোর কাজ। এবারে ফুলবাড়ী উপজেলায় ৭৪ টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
প্রতিমা কারিগররা জানান, অর্ডারের সকল প্রতিমাগুলো মন্ডপে মন্ডপে পৌঁছানো হয়েছে এখন রংয়ের কাজ প্রায় শেষ।
শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায় ।
শারদীয় দুর্গোৎসব উৎসব মুখর পরিবেশে উদযাপন ৎকরার লক্ষ্যে যেকোনো অপীতিকর ঘটনা এড়াতে সদা প্রস্তুত বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী।