ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী পাহাং রাজ্যের “কসমা প্লান্টেশন” পরিদর্শন করেন শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আজ দেবিদ্বারে লরির চাপায় মোটরসাইকেল আরোহী নাজমুলের মৃ*ত্যু দেশে এখন ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ দীঘিনালায় অবৈধ বালু উত্তোলনে ১ লাখ টাকা জরিমানা কাপ্তাইয়ে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবেশের ক্ষতি না করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

সাংবাদিক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি এ বিষয়ে সাংবাদিকদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামের দুদক ও র‍্যাগ আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, রাজনীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রতিষ্ঠানে। রাজনীতিবিদরা স্বচ্ছ না হলে দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব না। তাই আপনারা সাংবাদিকরা এখন থেকেই আওয়াজ তুলতে পারেন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন না দেওয়া হয়। নির্বাচনে যাতে নমিনেশন বেচাকেনা না হয়।

গণমাধ্যমকে প্রধান হুইসেল ব্লোয়ার আখ্যা দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজের ৭০ ভাগ আসে গণমাধ্যম থেকে। হয়তো আমরা সরাসরি নেই না, তবে গণমাধ্যম থেকেই আমরা ইঙ্গিত পাই। তারপর সেটি নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করে। আমাদের কাজে সাংবাদিকদের সহায়তা লাগবে। আপনারা সাংবাদিকরা যদি আজকে বলেন, আপনারা আর আমাদের সঙ্গে নাই তাহলে দুদক কলাপস করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতিবাজ সদস্যদের ফেরাতে দুদক কাজ করছে। আমরা আমাদের যত প্রক্রিয়া আছে সবই করছি। আমরা ইন্টারপোলে রেড নোটিশ দিয়েছি, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কাজ করছি।

পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) সঙ্গে কাজ করছে বলেও জানান দুদক চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ ও আবু হেনা মোস্তফা জামান। এ ছাড়া রিপোর্টার অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক। এ ছাড়া দুদক বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৮:২৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৫৬২ Time View

আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

আপডেটের সময় : ০৮:২৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি এ বিষয়ে সাংবাদিকদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের অডিটরিয়ামের দুদক ও র‍্যাগ আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, রাজনীতির প্রভাব সবচেয়ে বেশি পড়ে প্রতিষ্ঠানে। রাজনীতিবিদরা স্বচ্ছ না হলে দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব না। তাই আপনারা সাংবাদিকরা এখন থেকেই আওয়াজ তুলতে পারেন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজকে মনোনয়ন না দেওয়া হয়। নির্বাচনে যাতে নমিনেশন বেচাকেনা না হয়।

গণমাধ্যমকে প্রধান হুইসেল ব্লোয়ার আখ্যা দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের কাজের ৭০ ভাগ আসে গণমাধ্যম থেকে। হয়তো আমরা সরাসরি নেই না, তবে গণমাধ্যম থেকেই আমরা ইঙ্গিত পাই। তারপর সেটি নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করে। আমাদের কাজে সাংবাদিকদের সহায়তা লাগবে। আপনারা সাংবাদিকরা যদি আজকে বলেন, আপনারা আর আমাদের সঙ্গে নাই তাহলে দুদক কলাপস করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতিবাজ সদস্যদের ফেরাতে দুদক কাজ করছে। আমরা আমাদের যত প্রক্রিয়া আছে সবই করছি। আমরা ইন্টারপোলে রেড নোটিশ দিয়েছি, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কাজ করছি।

পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) সঙ্গে কাজ করছে বলেও জানান দুদক চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ ও আবু হেনা মোস্তফা জামান। এ ছাড়া রিপোর্টার অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক। এ ছাড়া দুদক বিটে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।