Thursday , 25 April 2024
শিরোনাম

আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ

আব্দুর রহমান রাসেল, রংপুর ব্যুরোঃ রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী প্রজন্মে দেশ পরিচালনা করবে। নিয়মিত খেলাধুলা ও পড়ালেখার চর্চা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে তোলে। আজ বুধবার রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। ব্য

 

সকলে নানা রঙের বেলুন উড়িয়ে রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকীলা ইসলাম আয়োজনের উদ্বোধন করেন।

এরপর প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে, শারীরিক কসরত ও বিভিন্ন ক্রিড়া অনুষ্ঠান প্রদর্শনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ তৈরি করে। দুপুরে

খেলা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ কালে রংপুর জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন বলেন, রংপুর বেগম রোকেয়া শাখাওয়াতের শহর তোমরা লেখা পড়া ও ক্রিড়ার নৈপুণ্যে আলোকিত মানুষ গড়ে উঠবে এ প্রত্যাশা করি। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকীলা ইসলাম বলেন আমি এই স্কুলের ছাত্রী ছিলাম এই স্কুলের প্রধান শিক্ষক তোমারাও আলোকিত মানুষ গড়ে উঠবে তাহলে তোমাদের পিতা- মাতার ইচ্ছা পরোন করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

Check Also

‘ডিজিটাল আর্কাইভ অব কামাল আহমেদ’ এর যাত্রা শুরু

ই এম আকাশ : বিশেষ প্রতিনিধি জনপ্রিয় সংগীতশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব কামাল আহমেদ। তিনি রবীন্দ্রসংগীত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x