আটক করা হয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীকে।
মঙ্গলবার রাজধানী দিল্লিতে একটি বিক্ষোভ থেকে তাকে আটক করেছে পুলিশ। জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওই বিক্ষোভ আয়োজিত হয়েছিল। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে জানানো হয়, দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভে যোগ দেন রাহুল। তিনিই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন। সেখানে আগে থেকেই অনেক পুলিশ ঘিরে রেখেছিল বিক্ষোভটিকে। রাহুল এতে যোগ দেয়ার ৩০ মিনিটের মাথায় তাকে আটক করা হয়। এরপর তাকে বাসে করে অন্যত্র সরিয়ে নিয়েছে পুলিশ।
এর আগেও আন্দোলনে যোগ দিয়ে একাধিকবার আটক হয়েছিলেন রাহুল গান্ধী। তাকে অবশ্য আটকের পরপরই ছেড়ে দেয়া হয় প্রতিবার।