আধুনিক মডেল শরীয়তপুর গড়তে সকলের দোয়া চাইলেন মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু
শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে দিনব্যাপী এলাকা পরিদর্শন ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
মিয়া নুরউদ্দিন আহাম্মেদ অপু বলেন, “শরীয়তপুরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ জেলার অপার সম্ভাবনা রয়েছে। সবার দোয়া ও ভালোবাসা পেলে আমি শরীয়তপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত মডেল জেলায় রূপ দিতে চাই।”
তিনি আরও বলেন, উন্নয়নের রাজনীতি বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।
সকাল ১০ ঘটিকায় কনেশ্বর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের পূর্ব ছাতিয়ানী গ্রামের তপদার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বেলা ১১ ঘটিকায় পশ্চিম ছাতিয়ানী ০৫ নং ওয়ার্ডের সনাতন ধর্মের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এরপর একই গ্রামের মামুন সরদারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঐ এলাকায় কয়েকটি কবর জিয়ারত করেন।
দুপুর ১২ঘটিকায় ০৬ নম্বর ওয়ার্ডের ফোরকার পাড় মাদবর বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।
দুপুর ১২.৩০ ঘটিকায় ০৪ নম্বর ওয়ার্ডের প্রিয়কাটি গ্রামের স্বপন খানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন।
দুপুর ১.০০ ঘটিকায় ০৩ নম্বর ওয়ার্ডের তিলই গ্রামের আলী মুন্সির বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরবর্তীতে ডামুড্যা উপজেলা মডেল মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করেন।
বিকাল ০৩ ঘটিকার সময় ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন মিয়া নুরুদ্দিন অপু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট শাহাদাত হোসেন, আহবায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান মধু মীর, রেজাউল করিম শ্যামল বেপারী,ডামুড্যা উপজেলা যুব দলের সভাপতি উজ্জল সিকদার,শরীয়তপুর জেলা সেচ্ছাসেবকদলের সহসভাপতি জুয়েল মাদবর, উপজেলা যুবদল নেতা জিল্লু রহমান সৈকত, সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী ।
সোহেল
শরীয়তপুর





















