মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারা(চট্টগ্রাম): ঈদুল ফিতর উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সারাদেশের মতো চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১শ ৩২টি ভূমিহীন, গৃহহীন পরিবারকে জমি ও গৃহ ভিডিয়ো কনফারেন্সর মধ্যমে হস্তান্তর করে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) গণভবন থেকে উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের হাজীগাঁও আশ্রয়ণ প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন এলাকার উপকারভোগীদের হাতে ঘরের চাবি তুলে দেন চট্টগ্রাম জেলা এবং আনোয়ারা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ উল্লাহ মারুফ, বাঁশখালীর সাংসদ মুস্তাফিজুর রহমান, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ রাজনৈতিক ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারাসহ উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।