নিজস্ব প্রতিবেদক
স্থপতি কবি রবিউল হুসাইনের নির্বাচিত সাক্ষাৎকারভিত্তিক সংকলন “আমার জীবনে কখনও প্রেম আসেনি” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ মার্চ, শনিবার বিকেলে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়।
লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ইমাম মেহেদীর সংকলিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগম রুমী, মূখ্য আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কলা অনু্ষদের সাবেক ডিন ও বাংলা বিভাগের প্রফেসর ড. সরোয়ার মুর্শেদ রতন। আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর অজয় কুমার মৈত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নবীনূর রহমান খান, লেখক, গবেষক পরিবেশবিদ গৌতমু কুমার রায়, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মী মো. কারশেদ আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. আশরাফ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের প্রদর্শক মো. কবিরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক এস এম হাসিবুর রশিদ তামিম ও এম এ গাফফার মিঠু সহ আরও অনেকে।