সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মহামারিকালীন সময়ে টিকার তৃতীয় ডোজের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা প্রদান করায় বাংলাদেশি আঞ্জুমান আরা বেগম আরজুকে রিয়েল হিরো উপাধি দেয়া হয়েছে।
আঞ্জুমান আরার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে।
জানা যায়, আমিরাতের ডিপার্টমেন্ট অব হেলথ অথরিটি (ডিওএইচ) থেকে আঞ্জুমানকে এ উপাধি দেওয়া হয়। তিনি বাংলাদেশি একমাত্র নারী যিনি এই উপাধি পেয়েছেন।
এ বিষয়ে আঞ্জুমান বলেন, এই উপাধি পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। নিজেকে ভাগ্যবান মনে করছি। মানুষের সেবায় যেন নিজেকে আরও সম্পৃক্ত করতে পারি।