ফাতেমা ইসরাত ইতু
আমি কখনো চাই নি নিশাচর হতে
কিংবা আমার সকালগুলো ঘুমের ঘোরে পার করতে,
আমি চাইনি কোনো খাঁ খাঁ করা দুপুর
আমি কখনো চাই নি একমুঠো বিষন্ন বিকেল
অথবা প্রচন্ড মাথাব্যথা নিয়ে কাটানো প্রতিটি সন্ধ্যা।
আমি কখনো চাই নি আমার প্রিয় বইগুলোতে ধুলো জমা হোক
কখনো চাই নি আমার প্রিয়মুখগুলো সব অচেনা হোক,
আমি কখনো চাই নি আমার শখগুলো সব মরে যাক যেমনি করে মরে গিয়েছে আমার বাগানের সবকটা গাছ।
আমি কখনো চাই নি আমার আঁকাআকির খাতা ফাঁকা থাকুক
যেমনি ফাঁকা এখন আমার বন্ধুদের স্মৃতি,
আমি কখনো চাই নি আমার পথগুলো সব কঠিন হোক
অথবা হারাতে চাই নি আমার নিজস্ব গতি।
আমি কখনো ইনহেলারের সাহায্য নিয়ে বাঁচতে চাই নি
চেয়েছি মুক্ত বাতাস, যেখানে স্বাধীন হবে আমার প্রতিটি নিশ্বাস
আমি কখনো চাই নি আমার ঘরে কোনো বড় দালানের ছায়া পড়ুক
কিংবা আমার একমাত্র ঘরটা সারাদিন গোমট থাকুক।
আমি কখনো একাকিত্ব চাই নি কিংবা নিসঙ্গতা
চারপাশে শশ্মানের নিস্তব্ধতা থাকুক তাও চাই নি,
আমি চাই নি আমার পড়াগুলো সব জমা হোক
কিংবা খালি থাকুক আমার সব কোর্সের নোটখাতা।
এসবের কিছুই আমি চাই নি
সত্যি কখখনো চাই নি।