Wednesday , 26 June 2024
শিরোনাম

আলীকদম কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য বই উপহারের ঘোষণা দিয়েছেন যুবনেতা শফিউল আলম

নিজস্ব প্রতিনিধি।। বান্দরবান জেলা সদর থেকে প্রায় ১১১ কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থিত আলীকদম উপজেলা, যার আয়তন ৮৮৫.৭৮ বর্গ কিলোমিটার। ১৯৭৬ সালে লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার কিছু এলাকা নিয়ে আলীকদম থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। দীর্ঘ এই সময়ে শিক্ষা ব্যবস্থা অনেকটা পিছিয়ে থাকলেও ধীরে ধীরে সেখানকার শিক্ষা ব্যবস্থা উন্নত হতে শুরু করেছে।

মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পরবর্তী ধাপ উচ্চ মাধ্যমিক। আর সেই উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বান্দরবান জেলায় বর্তমান সময়ে বেশ নাম করেছে আলীকদম কলেজ।

আলীকদম কলেজের নতুন ছাত্র ছাত্রীদের জন্য উপহার হিসাবে বই প্রধান করার ঘোষণা দিলেন আলীকদম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সকল ছাত্র-ছাত্রীদের জন্য বই উপহারের ঘোষণা দিয়েছেন শফিউল আলম।

Check Also

এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যে সিদ্ধান্ত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছাতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি অংশ। এবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x