Imam Hossain
মার্কেটিং ব্যাপারটা আশহাদ কে খুব নাড়া দেয়। তার মনে হয় পুরো দুনিয়াটাই মার্কেটিংয়ের এক বিশেষ ক্ষেত্র। কে কাকে কিভাবে কতটুকু কনভিন্স করতে পারছে, কতটুকু মনের ভেতর ঢুকতে পারছে, পুরোটাই মার্কেটিংয়ের একটা অংশ।
আশহাদ বিন আনিস, ২০২০ সালে এইচএসসি পাস করেন ধানমন্ডির স্কলারস কলেজ থেকে। স্কুল কলেজে থাকাকালীন নানা রকম ক্লাবের সাথে জড়িত ছিলেন, বিতর্কে ঝোক ছিলো বেশি। বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং সাফল্য ও পেয়েছেন। বর্তমানে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের ব্যবসা প্রসাশন বিভাগে অধ্যায়নরত আছেন।
করোনা মহামারির সময়েই বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করতে থাকেন।কাজের অভিজ্ঞতা এবং নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে একসময় আশহাদ গড়েছিলেন নিজের একটি সংস্থা “বুকিভার্স” । পাঠকের সংখ্যা বাড়ানো ছিলো বুকিভার্স এর মুল উদ্দ্যেশ্য। বুকিভার্স এর এক বছর পুর্তি উপলক্ষে একটি ম্যাগাজিন ও বের হয়েছিলো যেটার নাম ছিলো স্পার্ক।
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত গ্লোবাল পিস চেইনে বাংলাদেশের পিস এম্বাসেডর হিসেবে নিযুক্ত ছিলেন। এর পাশাপাশি তার কর্ম জীবন শুরু করেন “দ্যা মার্ভেল বি ইউ” ইনফ্লুয়কন্সার মার্কেটিং এজেন্সিতে। বর্তমানে ভয়েস অফ ঢাকার ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ।
২০২৩ এর এপ্রিলে আশহাদ ” নতুন মার্কেটিং এজেন্সি” নামে একটা মার্কেটিং এজেন্সি শুরু করেন। আশহাদ বলেন, ‘’ আমার এই এজেন্সি কখনো পুরাতন হবে না , আজ থেকে একশো বছর পর ও আমার এজেন্সির নাম নতুন মার্কেটিং এজেন্সি ই থাকবে।”
নাভিদস কমেডি ক্লাবে বেশ জমকালো একটি কন্সার্টের আয়োজনের মাধ্যমে নতুন মার্কেটিং এজেন্সির যাত্রা শুরু হয় যেখানে যুক্ত ছিলেন কনক্লুশন, অউন্ড এবং একে রাহুল এর মতো আরো বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড ।
এছাড়া বর্তমানে আশহাদ “স্পোর্টস ২৪৭” এর সাথে ক্রিকেট এনালিস্ট হিসেবে কাজ করছেন। ছোট বেলা থেকেই ক্রিকেট তাকে খুব টানত। সেই ক্রিকেটের পিছু নিয়ে আজ ক্রিকেট নিয়ে কাজ করতে পেরে আশহাদ বেশ আনন্দিত বটে। কিছুদিন আগেই স্পোর্টস ২৪৭ থেকে দ্যা কমন ম্যান্স ক্রিকেট নামক একটি পডকাস্ট শুরু করেছে আশহাদ, যা বেশ সাড়া পাচ্ছে।
ভবিষ্যতে মার্কেটিং এবং ক্রিকেট দুটো বিষয় নিয়েই কাজ করতে চায় আশহাদ। জয় করতে চায় পুরো দেশ এবং পুরো পৃথিবী।