আশুলিয়ার জিরানী বাজার সড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের জিরানী বাজার সড়কে দীর্ঘদিন ধরে চলমান যানজট নিরসনের লক্ষ্যে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী মাদ্রাসা হলরুমে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মান্নানের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. কামরুজ্জামান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কোনাপাড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. মাহবুবুল হাসান,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুর আলম সিদ্দিকী মানু,আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম,শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন (বাবুল),জামায়াতে ইসলামীর নির্বাচন বিষয়ক সেক্রেটারি মো. মনিরুজ্জামান মনির,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন,
সাবেক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক,আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের অধ্যাপক মো. আমজাদ হোসেন বুলবুল,ও এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,“জিরানী বাজার থেকে আমতলী পর্যন্ত সড়কটি এখন স্থানীয় মানুষ ও শিল্প এলাকায় কর্মরত শ্রমিকদের জন্য এক দুঃসহ যাত্রাপথে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল-বিকালে সড়কটিতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যার ফলে কর্মজীবী মানুষ সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারে না এবং শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়ে। এ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও জনসাধারণকে একসাথে কাজ করতে হবে।”
তারা আরও বলেন,“অবৈধ পার্কিং, রাস্তার পাশে অস্থায়ী দোকানপাট ও অসচেতন চালকদের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এসব দখলমুক্ত করে এবং নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করলে পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়নের সচিব মো. শরিফুল ইসলাম, ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. সাইদুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভা শেষে উপস্থিত সকলেই ঐক্যমতের ভিত্তিতে জিরানী বাজার–আমতলী সড়কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এলাকাবাসীর সহায়তায় যানজটমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার করেন।