কাজী মো:আশিকুর রহমান: আশুলিয়া প্রতিনিধি:আশুলিয়ায় বোনাসের দাবিতে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর
সাভারের আশুলিয়ায় বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় কারখানার শ্রমিকরা।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা এ বিক্ষোভ- ভাংচুর করে।
শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় ১৪০০ জন কাজ করে। ঈদের বোনাস না দিয়ে আগামী শনিবার থেকে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকরা বোনাসের দাবি করলে কর্তৃপক্ষ কোনো কিছু জানায়নি। ফলে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কাজ বন্ধ রাখলে হাফ বোনাসের ঘোষণা দেয় কারখানা কর্তৃপক্ষ। এক পর্যায়ে সব শ্রমিক সড়কে নেমে ফুল বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে।
ওই কারখানার শ্রমিক মিজানুর রহমান বলেন, সকালে এসে সুন্দরভাবে কাজ করছিলাম। কর্তৃপক্ষ জানায় ঈদের ছুটি ছয়দিন। পরে ১০টার দিকে তারা জানায় সাতদিন ছুটি দেওয়া হবে। এ কথা শুনে শ্রমিকরা ১০ দিনের ছুটি ও ফুল বোনাসের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়কে বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করার সময় সড়কের পাশে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এঘটনায় পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়।
শিল্প পুলিশ-১ এর উপপরিদর্শক (এসআই) মিরন আহমেদ বলেন, শ্রমিকরা বোনাসের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করার সময় কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে