Friday , 19 April 2024
শিরোনাম

আশুলিয়ায় ‘হাজার কোটি টাকার’ সীমান্ত পিলার বিক্রি করতে গিয়ে আটক ৪

বিশেষ প্রতিনিধিঃ

সীমান্ত পিলার বা ম্যাগনেট পিলার বিক্রির কথা বলে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। পিলারের দাম হাজার কোটি টাকা বলে দাবি করে মাত্র ৩০০ কোটি টাকা দিয়ে বিক্রি করতে চায় চক্রটি। লোভে পড়ে রাজি হন ভুক্তভোগীরা। পরে তারা প্রতারিত হওয়ার কথা বুঝতে পেরে পুলিশকে জানান। পুলিশ এই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে। জব্দ করা হয়েছে তাঁদের ব্যবহৃত একটি গাড়ি।

আজ রোববার (০২ অক্টোবর) এই ম্যাগনেট পিলার সংশ্লিষ্ট অপরাধচক্রের তিন সদস্যকে আদালতে পাঠিয়েছে পুলিশ। আরেক আসামিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার মধুখালী থানার কানাইপুর গ্রামের মৃত করম আলীর ছেলে মাওলা মতিন (৭০), ভোলার বোরহানউদ্দিন থানার দক্ষিণ বাটামারা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. কবির (৪২), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার আব্দুল হাকিমের ছেলে মো. রফিক (৩৫) ও বরিশালের মুলাদী থানার চরকালেখার মিন্টুর ছেলে পারভেজ (৩৬)।
ভুক্তভোগী আশুলিয়া থানার টঙ্গাবাড়ি এলাকার মান্নাফ ব্যাপারীর ছেলে জমি ব্যবসায়ী মো. আমান উল্লাহ (৪০) বলেন, ‘আমি আমার চাচাতো ভাইয়ের সঙ্গে জমির ব্যবসা করি। আমাদের জমির ব্যবসায় পার্টনার হিসেবে আসামিরা যোগ দিয়ে আমাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করেন। পরে প্রায় পাঁচ মাস আগে তাঁরা কম দামে ম্যাগনেট পিলার বিক্রির প্রস্তাব দেন। তাঁরা জানান, এই পিলারের দাম ১ হাজার কোটি টাকা। তবে ৩০০ কোটি টাকা দিলেই আমরা এই পিলার কিনতে পারব। আমরা সরল বিশ্বাসে তাঁদের কয়েক ধাপে ২ লাখ টাকা অগ্রিম দেই।’

‘সর্বশেষ শনিবার আমাদের বাড়িতে এসে ১০ লাখ টাকা চান আসামিরা। আমরা স্ট্যাম্পের মাধ্যমে লেনদেন করতে চাইলে তাঁরা টালবাহানা করে। তখন আমাদের সন্দেহ হয়। এ সময় তাঁরা দৌড়ে পালাতে চাইলে ততক্ষণে উপস্থিত জনতা ধরে তাঁদের মারধর শুরু করে। পরে আমি পুলিশে খবর দেই।’

পুলিশ জানায়, মারধরে এক আসামি গুরুতর আহত হয়েছে। তাঁকে পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই হাসিব সিকদার বলেন, ‘ভুক্তভোগী একজন বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন আসামি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

 

বাংলা ৫২ নিউজ/নাহিদ

Check Also

ইসরাইলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এর পরই ইরানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x