বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। রবিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর শান্তিনগরের একটি হোটেল অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সরকারের পদত্যাগ ও রাষ্ট্রের সংস্কার’ শীর্ষক এ আলোচনা সভার অয়োজান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনীতিতে দুর্যোগময় সময় বিরাজ করছে। আওয়ামী লীগ অতীতে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
মির্জা ফখরুল বলেন, দেশের সব রাজনৈতিক দল এক হয়ে গেছে। গত ২৮ জুলাই বিএনপির মহাসমাবেশের মাধ্যমে দেশের মানুষ জেগে উঠেছে। দেশের সব মানুষের দাবি এখন সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া।
স্বাগত বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম দলের রাজনৈতিক পর্যালোচনা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।