সুইডেনের প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী বলেছেন, সুইডেন ইউক্রেনকে আরও আর্থিক ও সামরিক সহায়তা দেবে।
অর্থ মন্ত্রী মিখায়েল দামবার্গ এবং প্রতিরক্ষামন্ত্রী পিটার হাল্টকিভিস্ট বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, সামরিক সহায়তার মধ্যে থাকবে জাহাজ বিধ্বংসী মিসাইল, রাইফেল এবং আরও ট্যাংক বিধ্বংসী অস্ত্র।
গত ফেব্রুয়ারিতে সুইডেন ঘোষণা দেয় তারা তারা ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দেবে। যার মধ্যে ছিল ৫ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র, হেলমেট এবং বুলেটপ্রুফ জ্যাকেট। মার্চ মাসে তারা ঘোষণা দেয় ইউক্রেনকে আরও ৫ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র দেবে।
এদিকে সুইডেন এমন ঘোষণা দেওয়ার আগে স্লোভাকিয়া জানায় তারা ইউক্রেনকে অর্থের বিনিময়ে স্ব-চালিত আটটি জুজানা ২ হোইটজার কামান দেবে।
স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এমন তথ্য।
জুজানা ২ হোইটজারটি পুরনো মডেলের আধুনিকীকৃত একটি মডেল। এটি অস্ত্র ভেদে ৪০-৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
সূত্র: আল জাজিরা