রাশিয়া-ইউক্রেনের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই ইউক্রেনের উদ্দেশ্য অস্ত্র ও সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স। এক টুইটবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানান। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টুইটারে জানান, শনিবার সকালে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে কথা বলেছেন। এই আলোচনাকে তিনি ‘কূটনৈতিক ফ্রন্টলাইনে একটি নতুন দিন’ হিসেবে উল্লেখ করেন। জেলেনস্কি টুইট করেন, ‘আমাদের সঙ্গীদের পাঠানো অস্ত্র ও সরঞ্জামাদি ইউক্রেনের পথে। যুদ্ধ-বিরোধী জোট কাজ করছে।’
এদিকে শনিবার ম্যাক্রোঁ একটি ভিডিও পোস্ট করে বলেন, যুদ্ধ স্থায়ী হবে—আমাদের অবশ্যই এ জন্য প্রস্তুত হতে হবে। বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে। ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, আক্রমণে জড়িত রাশিয়ার তিন হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং দুইশ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে।