বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরোস আধানম গেব্রেয়াসুস দাবি করেছেন, ইউক্রেনের বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অনেক মানুষ হতাহত হয়েছেন।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা কেন্দ্র বা স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা মেডিকেল নিরপেক্ষতার লঙ্ঘন এবং একই সঙ্গে তা মানবাধিকারের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রোববার (৬ মার্চ) এক বিবৃতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক এসব কথা বলেন। খবর আল জাজিরার।
এদিকে সামরিক গোয়েন্দারা জানিয়েছেন, ইউক্রেনে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকে এখন টার্গেট করে হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ বাহিনীর হামলা থেকে রক্ষা পাচ্ছে না কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল।