ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই সপ্তাহে দেশটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর ৬০ লাখ বাসাবাড়ি এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। খবর বিবিসির।
জেলেনস্কি তার রাতের ভাষণে জানান, অধিকাংশ অঞ্চল ও কিয়েভ এখনো অন্ধকারে রয়েছে।
‘তবে গত বুধবার থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে’ যোগ করেন তিনি।
এই শীতে লাখ লাখ মানুষ আলো, পানি ও তাপ সংকটে রয়েছেন।
ভিডিও ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাজধানী ও এর আশপাশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, নগরীর অনেক বাসিন্দা ২০ থেকে ৩০ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন।
অন্যান্য এলাকার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণের ওডেসা অঞ্চল, পশ্চিমের লভিভসহ ভিনিসিয়া ও ডিনিপ্রোপেট্রোভস্ক; যেগুলো আরও কেন্দ্রীয়।
প্রেসিডেন্ট জেলেনস্কি সবাইকে এমন যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আহ্বান করেছেন যা অল্প পরিমাণে শক্তির প্রয়োজন হয়। তিনি বলেন, ‘যদি আপনার বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট না থাকে, তাহলে এর অর্থ এই নয় যে সমস্যাটি শেষ হয়ে গেছে। শক্তিশালী বৈদ্যুতিক যন্ত্রপাতি সীমিত ব্যবহারের অনুরোধ করেছেন তিনি।
‘আমাদেরকে এই শীত সহ্য করতে হবে। এই শীতকে সবাই মনে রাখবে’ বলেন তিনি।