Friday , 19 April 2024
শিরোনাম

ইউক্রেন ও পশ্চিমারা শান্তির জন্য প্রস্তুত নয়: পুতিন

চীনের শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধ বন্ধের ভিত্তি হিসাবে ব্যবহার করা যেতে পারে, তবে তা তখনই সম্ভব হবে যখন ইউক্রেন ও পশ্চিমারা শান্তির জন্য প্রস্তুত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মঙ্গলবার মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

মঙ্গলবারের বৈঠকের পর পুতিন ও শি জিনপিং একসঙ্গে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। সেখানে পুতিন বলেন, ‘ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের শান্তি প্রস্তাবের কিছু অংশকে ভিত্তি হিসেবে নেওয়া যায়, যখনই পশ্চিমা ও কিয়েভ এরজন্য প্রস্তুত হবে।’

কিন্তু রাশিয়া এখন পর্যন্ত কিয়েভ ও পশিমাদের মধ্যে এ ধরনের কোনো ‘প্রস্তুতি’ দেখেনি বলে উল্লেখ করেন পুতিন।

সাংবাদিক সম্মেলনে শি জিনপিং বলেন, তার সরকার শান্তি ও আলোচনার ওপর জোর দিচ্ছে এবং চীন ‘ইতিহাসের সঠিক দিকে আছে।’

তিনি আরও দাবি করেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে চীন ‘নিরপেক্ষ অবস্থানে’র মাধ্যমে নিজেকে একজন শান্তিস্থাপক হিসেবে জাহির করার চেষ্টা করেছেন চীনা প্রেসিডেন্ট।

গত মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ১২ দফার একটি শান্তি প্রস্তাব দেয় বেইজিং। ওই প্রস্তাবে শান্তি আলোচনা ও জাতীয় সার্বভৌমতার কথা বলা হয়। কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

তবে ইউক্রেন বলেছে, শান্তি আলোচনায় বসার পূর্ব শর্ত— রুশ সেনাদের ইউক্রেন ছাড়তে হবে। কিন্তু রাশিয়া এ শর্ত মেনে আলোচনায় বসবে কিনা এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

Check Also

ইরানের হামলা: ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণ

ইরানের ভূখণ্ড থেকে নজিরবিহীন হামলায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটছে। জেরুজালেম ও তেল আবিবসহ পুরো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x