Friday , 19 April 2024
শিরোনাম

ইউক্রেন সংকটে খাদ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে: জাতিসংঘ

ইউক্রেন সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ৮-২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা। খবর: বিবিসি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রাথমিক মূল্যায়নে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, সম্ভাব্য দীর্ঘস্থায়ী সংকটকালীন সময়ে ইউক্রেনের চাষিরা ফসল উত্তোলন করতে পারবেন কিনা, এটা নিশ্চিত নয়। তা ছাড়া রাশিয়ার খাদ্য রপ্তানি ঘিরেও অনিশ্চয়তা রয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ধারণা, ইউক্রেনের সাধারণ শীতকালীন খাদ্যশস্য, ভুট্টা, সূর্যমুখী বীজের ২০-৩০ শতাংশ রোপণ করা হবে না বা অনাবাদি থাকবে।

রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক, যেখানে ইউক্রেন পঞ্চম বৃহত্তম। এই ২ দেশ যৌথভাবে বিশ্বের ১৯ শতাংশ বার্লি, ১৪ শতাংশ গম এবং ৪ শতাংশ ভুট্টার জোগান দেয় এবং খাদ্যশস্যের হিসাবে বৈশ্বিক চাহিদার এক-তৃতীয়াংশেরও বেশি রপ্তানি করে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই সংকটের প্রভাবে ২০২২-২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ৮ থেকে ১২ মিলিয়নে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Check Also

ইসরাইলের হামলায় ইরানে বিমান চলাচল বন্ধ, ইরাকে ব্যাপক বিস্ফোরণ

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এর পরই ইরানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x