ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেন ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলার উপজেলার উপজেলার ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের, ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায়,২ নং ওয়ার্ডের বেড়ির বাজার ইসলামিয়া দাখীল মাদ্রাসার মাঠে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মামুনুর রশীদ তানহা, এতে সভাপতিত্ব করেন ১১নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম রানা, সঞ্চালনায় ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি কাজী তারেক। এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ইসমাইল,যুগ্ন সাধারন সম্পাদ রাকিব মিজি,দপ্তর সম্পাদ জুয়েল পাটওয়ারী,সম্মানিত সদস্য মোঃ নাঈম হোসেন, সম্মানিত সদস্য আরিফ হোসেন বেফারী। এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জু বলেন,আজকের এই মত বিনিময় সভার মধ্যে দিয়ে প্রতিটাই ইউনিয়নে ছাত্রদলকে শক্তিশালী হতে হবে। আগামী দিনে শহীদ জিয়ার আদর্শকে ধরে রাখতে হবে।আমাদের আস্থাভাজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমএ হান্নানের হাতকে শক্তিশালী করব
ছাত্রদল সবসময় রাজপথে ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবো। আমরা প্রত্যেকটা ইউনিয়নে ছাত্রদলকে ঐক্যবদ্ধ দেখতে চাই।