১০ দিনের বন্ধ থাকার পর নর্ড স্ট্রিম ১ পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবাহ শুরু হয়েছে। বার্ষিক রক্ষণাক্ষেণের জন্য এটি বন্ধ ছিল বলে জানিয়েছে নর্ড স্ট্রিম অপারেটর। তবে গ্যাস প্রবাহ সম্পূর্ণ ক্ষমতার চেয়ে অনেক কম।
বৃহস্পতিবার (২১ জুলাই) এ তথ্য জানিয়েছে আর জাজিরা।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১১ জুলাই থেকে জার্মানির নর্ড স্ট্রিম-১ পাইপলাইনটি বন্ধ ছিল। এর ফলে পাইপলাইনটি আবার সচল হবে কিনা তা নিয়ে চিন্তত ছিলেন জার্মান কর্মকর্তারা। কেননা জার্মানির গ্যাস সরবরাহের প্রায় এক তৃতীয়াংশ সরবরাহ করে রাশিয়া। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, নর্ড স্ট্রিম অপারেটর এজি বলেছেন, বৃহস্পতিবার সকালে আবার গ্যাস প্রবাহিত হতে শুরু করে, তবে প্রবাহ বাড়তে কিছু সময় লাগবে। বন্ধ হওয়ার আগে গ্যাস প্রবাহের মাত্রা যেমন ছিলো পুনরায় সেই মাত্রায় গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছে নর্ড স্ট্রিম।
এদিকে জার্মানির নেটওয়ার্ক নিয়ন্ত্রকের প্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার পাইপলাইনের ধারণক্ষমতার মাত্র ৩০ শতাংশ সরবরাহের বিজ্ঞপ্তি দিয়েছে রুশ জ্বালানী সংস্থা গ্যাজপ্রম।