ইউরোপে করোনার আরও একটি ঢেউ আসছে, এমনটাই দাবি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে একযোগে সহায়তা দিয়েছে ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ ও ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার পরিচালক আন্দ্রেয়া অ্যামন যৌথ বিবৃতিতে বলেন, ‘যদিও গত এক বছর আগে আমরা যে জায়গায় ছিলাম, বর্তমানে সেখানে নেই। তবে এটা পরিষ্কার যে করোনা মহারি এখনও শেষ হয়ে যায়নি।’
তারা আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি ইউরোপে আবারও প্রকোপ বাড়ছে। যা নির্দেশ করছে, সংক্রমণের আরেকটা ঢেউ শুরু হয়ে গেছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক তথ্যে দেখা গেছে, ২ অক্টোবর থেকে রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণের ঘটনা ঘটছে ইউরোপে। এই সময়ে আগের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ বেড়েছে সংক্রমণ। সূত্র: রয়টার্স