ইউরোপ বুরো চীফ, মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল, ইতালি তরিনো প্রতিনিধি বিল্পব সিকদারকে সাথে নিয়ে বিশেষ প্রতিবেদন।।ইতালির প্রথম রাজধানী তরিনো সিটিতে গত.25 নভেম্বর ২০২৪ রোজ সোমবার মাদারীপুর জেলা সমিতির অভিষেক অত্যন্ত জাকজমক ও আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
তরিনো ইতালি উত্তর -পূর্বাঞ্চলে অবস্থিত একটি অন্যতম বৃহত্তর শহর।
স্থানীয় তরিনো Centro স্টেশনে নিকটবর্ত্তী এর সুবিশাল হলরুমে কানায় কানায় পরিপূর্ণ প্রায় ১/২ হাজার লোকের উপস্থিতিতে স্মরণকালের সর্ববৃহৎ বাঙালি কমিউনিটির উক্ত মিলনমেলার অনুষ্ঠানসূচী ছিল অত্যন্ত উপভোগ্য বৈচিত্র্যময় ও জাকজমকপূর্ণ।
অনুষ্ঠানের প্রথম কোরান তেলেয়াত ও জাতীয় সংগীত এবং পরিচিতি আলোচনা সভা ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ হাওলাদার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন নবনির্বাচিত সম্মানিত জনাব মোহাম্মদ সেলিম মিয়া।
সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাসার মাতুব্বর সহ সাংগঠনিক সম্পাদক মিলন শেখ, আজিজুল ফকির, ইমরান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি সুমন বেপারী, , সহ-সভাপতি আজাদুল ইসলাম , আনোয়ার হোসেন, লিটন মুন্সী কালাম শেখ, জাহিদুর ইসলাম, মুরাদ হোসেন, বায়েজিদ খাম,শহিদ মাতুব্বর, মিজান মিয়া, মারুফ খান, সরোয়ার মৃধা, সিদ্দিকুর রহমান।
প্রচার সম্পাদক বেল্লাল হোসেন , দপ্তর সম্পাদক কবির আকন,
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পারভেজ হাওলাদার, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম,
সমাজ কল্যান সম্পাদক উজ্জ্বল মাতুব্বর, শ্রম বিষয়ক সম্পাদক রুবেল খান,ধর্ম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন খান , আইন বিষয়ক সম্পাদক বাসার মৃধা সহ মাদারীপুর জেলা তরিনো কার্যকরী সমিতির সকল নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব শহিদুল ইসলাম মুজাফফর।
উপদেষ্টা জনাব গাজী সালাম, জনাব মোহাম্মদ কামরুল মোল্লা, জনাব আলমগীর হোসেন,জনাব সানোয়ার হোসেন, জনাব ঠান্ডু হাওলাদার, জনাব ছওার গাজী, জনাব মোহাম্মদ আকন, জনাব রহমান বেপারি ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব শেখ মোহাম্মদ আশরাফ হোসেন।
আরোও শুভেচ্ছা বক্তব্য রাখেন তরিনো বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনায় তরিনোতে দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, ধর্মীয়, শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রম তুলে ধরেন সংগঠনের বক্তারা। তথা তরিনো প্রবাসী মাদারীপুর জেলাবাসীর সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ মাদারীপুর জেলা সমিতি তরিনোতে প্রতিষ্ঠিত হয়েছে এবং অত্যন্ত সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে এবং যাবে। তারা সমিতির পক্ষ থেকে উদ্দোক্তাদেরকে ধন্যবাদ জানান এবং গঠনতান্ত্রিকভাবে নবনির্বাচিত কমিটির সভাপতি
মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ হাওলাদার মাদারীপুর ও তোরিনো কমিনিউটির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ও আশা প্রকাশ করেন, এই সমিতির ধারাবাহিকতা বজায় রেখে নতুন কমিটি দূর্বার গতিতে এগিয়ে যাবে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সর্বজনাব
তোরিনো আওয়ামী লীগ শাখা ও বিএনপির শাখার নেতৃবৃন্দ, শরীয়তপুর সমিতি তোরিনো, বৃহত্তর ঢাকা সমিতি তোরিনো , ঢাকা জেলা সমিতি তোরিনো, বৃহত্তর কুমিল্লা সমিতি তোরিনো, কুমিল্লা জেলা সমিতি তোরিনো, বাম্ননবাড়ীয়া জেলা সমিতি তোরিনো, বাম্মণবাড়ীয়া এসোসিয়েশন তোরিনো,সিলেট বিভাগ ঐক্য পরিষদ, নোয়াখালী জেলা সমিতি তোরিনো প্রমুখ।
দ্বিতীয় পর্বে লাকী আক্তার ও শেখ মোহাম্মদ আশরাফ হোসেন এর উপস্থাপনায় ছিল তোরিনো সেরা মিউজিক শো’।
ইতালির বিভিন্ন শহরে থেকে আগত জনপ্রিয় শিল্পী ও নৃত্য শিল্পীদের
অধিকারীর পরিবেশনায় গানের জমজমাট।
পরিশেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ পলাশ হাওলাদার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।