ইতালিতে ভেনিস বাংলা প্রেস ক্লাবের অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল- ২০২৫ অনুষ্ঠিত
সম্প্রতি বিশ্বের অন্যতম পর্যটন নগরী ভেনিসে বাংলাদেশ ইটালি প্রেস সংগঠনের সেতুবন্ধন, ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি’র নবগঠিত কমিটির অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ভেনিস মেস্ত্রে’ শহরের Via Aleardi 156 এর ‘কলবে থিয়েটার’ এর সুবিশাল হলরুমে কানায় কানায় পরিপূর্ণ ইতালিয়ান ও প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালির নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
২০০৯ সালে প্রতিষ্ঠিত ও পরবর্তীতে সরকারি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত উক্ত প্রেস ক্লাবের অনুষ্ঠানসূচী ছিল অত্যন্ত উপভোগ্য বৈচিত্র্যময় ও জাকজমকপূর্ণ।
এই প্রথম ভেনিসে কোন অনুষ্ঠানে বাংগালী ও ইতালিয়ানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উভয় দেশের ভাষা, ইতিহাস ও কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে কোরান তেলাওয়াত ও বাইবেল পাঠ করা হয়।
তারপর বাংলাদেশ ও ইতালির জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে এক মোহময় ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
বাংলা ও ইটালিয়ান ভাষায় স্থপতি রিতু এবং সাংবাদিক জর্জো’র সাবলীল উপস্থাপনায় ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর আহবায়ক মেসবাহ উদ্দিন আলালের সভাপতিত্বে আলোচনা সভা, নবনির্বাচিত কমিটি ঘোষণা ও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মামনা প্রদান করা হয়।
শুরুতেই স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি’র উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ ও Adv. GianAlberto scarpa Basteri.
প্রধান অতিথি হিসেবে ভিডিওবার্তায় বক্তব্য রাখেন ভেনেতো রিজিওনের Assessore Sig. Cristiano Corazzari অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সর্বজনাব/জনাবা, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা Adv. Ludovica Basteri, Consigliere citta di Venezia, Maika Canton(FDI), লন্ডন থেকে আগত চ্যানেল এস এর হেড অব নিউজ জনাব মিল্টন রহমান, বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, সাংবাদিক আর আলম শওকত, সামাজিক ব্যক্তিত্ব শাহাজাহান কবির ইদ্রিস, সামাজিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন, সামাজিক ব্যক্তিত্ব মামুন সরকার, Sergio Fapo, Dimitteo Mauro, সামাজিক ব্যক্তিত্ব সর্বজনাব আবদুল নাছির, কাসেম সিকদার, সাফায়েত সরকার, রফিকুল ইসলাম স্বপন, আবদুল হান্নান, মোঃ কামাল, সাকায়ত হোসাইন, শায়েক আহমেদ, মোশাররফ মোল্লা, আজিজ মুন্সী, আবুল কাসেম শান্ত, জবরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও ভেনিস বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত উক্ত ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালির দীর্ঘদিনের সামাজিক, সাংস্কৃতিক, মানবিক, ধর্মীয়, শিক্ষা ও বিনোদনমূলক কার্যক্রমে ধারাবাহিকভাবে নিরলস কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও জমজমাট অভিষেক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নাগরিকদের সম্মাননা প্রদান।
পরিশেষে নবনির্বাচিত সভাপতি মেসবাহউদ্দিন আলাল তার বক্তব্যে বলেন সম্মানিত সুধী আমার বিশ্বাস, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যে সেতুবন্ধন তৈরি হয়েছে, তা আমাদের মধ্যে দূরত্ব কমিয়ে গুরুত্ব বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ও অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


























