লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ
দৈনিক ইনকিলাবের সম্পাদক আলহাজ্জ্ব এ এম এম বাহাউদ্দীন এর বিরুদ্ধে ‘নোমান গ্রুপের দায়ের কৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দ।১ ডিসেম্বর শনিবার রাউজান প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এই দাবি জানান। প্রেসক্লাব নেতৃবৃন্দরা বলেছেন, দৈনিক ইনকিলাবের বিরুদ্ধে মামলা ও ষড়যন্ত্র করে নোমান গ্রুপের দুর্নীতির সংবাদ ঠেকানো যাবেনা।রাউজান প্রেসক্লাবের আহবায়ক ও নির্বাচন কমিশনার প্রদীপ শীলের সভাপতিত্বে ও সচিব কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক আজাদী প্রতিনিধি মীর আসলাম, দৈনিক সমকাল প্রতিনিধি শফিউল আলম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি এম বেলাল উদ্দিন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এস এম ইউছুফ উদ্দিন, লাল সবুজের প্রতিনিধি এম জাহাঙ্গীর নেওয়াজ, ভোরের কাগজ প্রতিনিধি এম রমজান আলী, সময়ের আলো প্রতিনিধি সাহেদুর রহমান মোরশেদ, সময়ের কাগজ প্রতিনিধি নেজাম উদ্দিন রানা, দৈনিক সাঙ্গু প্রতিনিধি কামাল উদ্দিন হাবিবী, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মুহাম্মদ হাবিবুর রহমান, আমাদের অর্থনীতির প্রতিনিধি কামরুল ইসলাম বাবু, সকালের সময় প্রতিনিধি আমির হামজা, প্রিয় কাগজের সম্পাদক জিয়াউর রহমান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি আরফাত হোসাইন, আমাদের নতুন সময়ের প্রতিনিধি শাহাদাৎ হোসাইন, আমার সংবাদের প্রতিনিধি লোকমান আনছারী, আমাদের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো মোঃ আলাউদ্দিন, ইনফো বাংলার স্টাফ রিপোটার যিশু সেন, দৈনিক অধিকারের প্রতিনিধি আবিদ মাহমুদ, মানব জমিনের প্রতিনিধি রায়হান ইসলাম, ইতিহাস ৭১এর সম্পাদক দিলু বড়ুয়া প্রমুখ। প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজাদীর প্রবীন সাংবাদিক মীর আসলাম বলেন, দীর্ঘ ৩৭বছর ধরে ইনকিলাব গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে প্রকাশিত হয়ে আসছে। তিনি ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।