‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লিডারশীপ ২০২৫’ সম্মাননায় ভোলার সন্তান আক্তার হোসেন
১০ই ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক মানের মহাসম্মেলন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫। দেশ-বিদেশের মানবাধিকার কর্মী, সমাজসংগঠক, সাংবাদিক ও গুণীজনদের উপস্থিতিতে এক বিশাল পরিসরের আয়োজনে এবার বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন ভোলার গর্ব, মানবিক মূল্যবোধে উজ্জীবিত তরুণ সমাজকর্মী আক্তার হোসেন।
বর্তমানে তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে প্রবাসের মাটিতে কর্মব্যস্ত জীবনের মধ্যেও মানবিক দায়িত্ববোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন। প্রবাসী জীবন—চ্যালেঞ্জ, কষ্ট, সংগ্রাম ও ব্যস্ততার মাঝেও দেশ ও প্রবাসের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সুরক্ষা, মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, অভিবাসীদের সমস্যা সমাধান এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদান বিশেষভাবে আলোচিত ও প্রশংসিত।
তার এই নিরলস মানবিক ও সমাজ উন্নয়নমূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিচারকমণ্ডলী তাকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করে। সমাজের প্রতি দায়িত্ববোধ, নেতৃত্বগুণ, সেবামূলক কাজের ধারাবাহিকতা এবং মানবতার পক্ষে দৃঢ় অবস্থান তাঁর এই অর্জনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
আক্তার হোসেন যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ এবং প্রবাসী কল্যাণ ফেডারেশন—এই দুটি সুনামধন্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান। তাঁর নেতৃত্বে সংগঠনগুলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের উন্নয়ন, প্রবাসীদের অধিকার, সামাজিক সচেতনতা এবং মানবিক জরুরি সহায়তায় ব্যাপক ভূমিকা রেখে আসছে।
আক্তার হোসেন বলেন,এই অর্জন আমার একার নয় এটি আমার পরিবার, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং সকল মানবপ্রেমী মানুষের। মানবতার পাশে থাকার অঙ্গীকার থেকেই আমি এই পথ চলছি। ভবিষ্যতেও মানুষের জন্য কাজ করে যেতে চাই।
সমগ্র অনুষ্ঠানজুড়ে ছিল করতালি, সম্মান, আবেগ এবং মানবাধিকার রক্ষার শপথ। আক্তার হোসেনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়,বরং ভোলা জেলার মানুষের জন্যও এক গর্বের মুহূর্ত।
























