ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের একটি ফুটবল স্টেডিয়ামে সংঘর্ষ ও পদদলনে নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে দাঁড়িয়েছে। ফুটবলের ইতিহাসে এটি একটি হৃদয়বিদারক ঘটনা।
রোববার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। শনিবার (১ অক্টোবর) পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে আরেমা ও পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার খেলা চলাকালীন এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ১৮০ জন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, আরেমা ম্যাচটি ২-৩ ব্যবধানে হেরে যায়। দল হেরে যাওয়ায় হাজার হাজার আরেমা ভক্তরা মাঠে নেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সময় মাঠে থাকা বেশ কয়েকজন আরেমার খেলোয়াড়ের ওপর হামলা হয়েছে বলেও দাবি করা হয়।