ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনী ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আগামী ২৯ অক্টোবর রোজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুলিয়ার, সামাজিক কনভেনশন হলে জামগড়া আর্মি ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাইপাইল, ভাদাইল, নরসিংহপুর, আশুলিয়া, জিরাবো, ইয়ারপুর, বাগবাড়ি, তৈয়বপুর, ইউসুফ মার্কেট এবং কাশিমপুর, এলাকার দুস্থ ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হবে। উল্লেখ্য যে, উক্ত দিনে মেডিসিন, শিশু, চক্ষু, চর্ম ও যৌন, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা, নাক, কান ও গলার বিশেষজ্ঞগন চিকিৎসা সেবা প্রদান করবেন।
আপনাদের এলাকায় যাদের চিকিৎসা সেবার প্রয়োজন, তাদেরকে *জামগড়া আর্মি ক্যাম্পের মোবাইল নম্বর* *(০১৭৬৯-০৯৫৩৪৯)* এ যোগাযোগ করে এবং এসএমএস এর মাধ্যমে ( রোগীর নাম, বয়স, পেশা, মাসিক আয় ও রোগের সংক্ষিপ্ত বিবরণ) রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো। চিকিৎসা সেবায় প্রতি ঘন্টায় ৭০ জন করে সর্বোচ্চ ৫০০ জন রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা সম্ভব হবে। উক্ত তারিখে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য উল্লেখিত এলাকার সকল দরিদ্র জনগণ আমন্ত্রিত।
*বিঃদ্রঃ* আগামী ২৮ তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ এবং তথ্য লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হলো।
*যোগাযোগঃ জামগড়া আর্মি ক্যাম্প*।
*মোবাইলঃ ০১৭৬৯-০৯৫৩৪৯*





















