বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক থেকে ১৫০ পিস ইয়াবাসহ আনোয়ার জোয়াদ্দার (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সাড়ে ১০ টার দিকে তাকে আটক করে ইবি থানা পুলিশ। আটক ব্যক্তি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার পদমদী গ্রামের নুরুল জোয়াদ্দারের ছেলে।
বৃহস্পতিবার ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ইবির প্রধান ফটক থেকে বুধবার রাতে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে আসামীকে কুষ্টিয়া আমলী আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে, গোপন তথ্যের ভিত্তিতে ইবি থানার উপ-পরিদর্শক (তদন্ত) ইউসুফ আলীসহ কয়েকজন পুলিশ সদস্য বিশেষ অভিযান চালিয়ে আনোয়ার জোয়াদ্দারকে আটক করেন। এসময় তার থেকে ১৫০পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। পরে বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৫ (১) ধারা স্মারনীর ১০ (ক) ধারায় মামলা দায়ের করে আসামীকে কুষ্টিয়া আমলী আদালতে পাঠানো হয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র জানায়, আনোয়ার জোয়াদ্দার্র বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছদ্মদেশে মাদক সরবরাহ করেন। কখনো ক্যাম্পাসের প্রধান ফটক, লালন শাহ হল পকেট গেট, বঙ্গবন্ধু হল পকেটগেটসহ বিভিন্ন ভাবে ক্যাম্পাসে প্রবেশ করেন। কখনো এসব গেটগুলোর পাশ্ববর্তী চায়ের দোকানে তিনি ছদ্মবেশে থাকেন। সেখান থেকে কয়েকজন শিক্ষার্থী মাদক সংগ্রহ করে ক্যাম্পাসের মাদকসেবীদের হাতে হাতে পৌঁছে দেন।