Friday , 29 March 2024
শিরোনাম

ইবি ছাত্র ইউনিয়নের বিক্ষোভ ও কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান

শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। শনিবার (৩ ডিসেম্বর) বিকালে ক্যাম্পাসের টিএসসি হতে বিক্ষোভ মিছিল শুরু সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় টেন্টে গিয়ে শেষ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা এবং প্রাণ প্রকৃতি ও বৈচিত্র বিষয়ক গবেষক সিয়াম সারোয়ার জামিল ও ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আহমেদ সার্জিন শরীফ। এছাড়াও ইবি ছাত্র ইউনিয়নের সহ- সভাপতি ইমানুল সোহান, সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে দলীয় টেন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে দিনব্যপী সাংগঠনিক কর্মশালার আয়োজন করে ইবি সংসদ। বেলা ১২ টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত কর্মশালাটি পরিচালনা করেন বৈচিত্র বিষয়ক গবেষক সিয়াম সারোয়ার জামিল।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে শিক্ষাব্যবস্থার মান দিন দিন কমে যাচ্ছে। আগামী বাজেটে শিক্ষা খাতে ২৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে গবেষণার কাজ সক্রিয় করতে হবে এবং কাগজ-কলমের দাম কমাতে হবে। নইলে সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন নীল পতাকার সৈনিকেরা।

Check Also

যত জঙ্গি ধরেছি, তাদের কেউ মাদ্রাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবিরোধী অভিযানে যত জঙ্গি ধরেছি, তার মধ্যে কেউই মাদ্রাসার ছাত্র নন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x