ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট, ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার কর্পোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৩ মার্চ রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এতে আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম, মিজানুর রহমান ভুঁইয়া ও মিফতাহ উদ্দিন।
ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা ইস্ট জোনপ্রধান আমিনুর রহমান।
সম্মেলনে দুই জোনের অধীন ও ঢাকাস্থ কর্পোরেট শাখারসমূহের শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ অংশগ্রহণ করেন।