‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে মুসতাক মুজাহিদের ‘প্রথাসিদ্ধ’। লালমনিরহাটের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে আসা এই চলচ্চিত্র নির্মাতা পুরস্কার পেয়েই উৎসর্গ করেন মোস্তফা সরয়ার ফারুকীকে।
পুরস্কার পাওয়া প্রসঙ্গে এই তরুণ চলচ্চিত্র নির্মাতা বলেন, দেশের এতো বড় চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার পাওয়াটা একই সাথে সম্মান ও আনন্দের। একজন তরুণ হিসেবে এই পুরস্কার অবশ্যই আমার ও আমার চলচ্চিত্র জন্য দারুণ ব্যাপার। এটা আমাকে চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দিচ্ছে। মনে হচ্ছে, আমি যে পথে হাটঁছি সেটা সঠিক পথ এবং একদল মানুষ আমার সাথে আছে।
এই চলচ্চিত্রটি নির্মাণের ক্ষেত্রে যে বিষয় টা আমাকে নাড়া দিয়েছিলো সেটা হচ্ছে সমাজের একটা মারাত্মক প্রথা! যে প্রথার কারণে কতশত মানুষ গ্রাম অঞ্চলে অস্বাভাবিক জীবনযাপন করছে। এমনকি অনেকে মরেও যায় কোন কোন ক্ষেত্রে। তখন আমার মনে হলো এই গল্পটা বলা দরকার, একটা সামাজিক বার্তা দেওয়া দরকার। সেই জায়গা থেকেই সিনেমাটা বানানে।
সিনেমা নিয়ে আগামীর পরিকল্পনা নিয়ে মুজাহিদ আরও বলেন, আমি প্রতি বছরে অন্তত একটি করে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে চাই। সিনেমা নির্মাণের এ ধারা ধরে রাখতে চাই। আমি সব সময়ই আমার সমাজ—অঞ্চলের দেখা নানানরকম গল্পে চলচ্চিত্র নির্মাণ করতে চেয়েছি, সামনেও সেটাই চাই। আমি বিশ্বাস করি, নিজেস্ব ধরণে নিজের দেশের গল্পে সিনেমা হলে সেটা অবশ্যই নতুন এবং মৌলিক কিছু হবে। যা দর্শকেও আনন্দ দিবে, দর্শকের হৃদয় স্পর্শ করবে।
চলচ্চিত্র নির্মাণে নিজের প্রতিবন্ধকতা আছে বলেও জানিয়েছেন তিনি। মুজাহিদ বলেন, আমার কাজ গুলো যেহেতু এখন পর্যন্ত আঞ্চলিক পর্যায়ে। তাই আমার বিভিন্ন রকম প্রতিবন্ধকতা কাজ করে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে কাজ করতে হয়। প্রথম যে সমস্যা হয় অঞ্চল ভিত্তিক বা রংপুর বিভাগের কথা যদি বলি, যে কোন বয়সের নারী চরিত্রের জন্য কাউকে পাওয়া কঠিন হয়ে পরে। আর স্বাভাবিক ভাবেই কোন গল্পে নারী চরিত্র থাকে। বিশেষ করে আমার গল্প গুলো যেহেতু পরিবার কেন্দ্রীক। দ্বিতীয়ত, সিনেমা বানাতে অল্প হলেও টাকার প্রয়োজন হবেই। সেটা ব্যয় করা কঠিনই হয় আমার ক্ষেত্রে। কারণ, আমি বা আমার ছোট্ট টিমের কেউই সেরকম আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের নয়।
১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২৩— এ শিশু নির্মাতাদের মধ্যে প্রথম পুরস্কার পেয়েছে অমিত্রাক্ষর বিশ্বাস নির্মিত চলচ্চিত্র ‘লালাবাই’, দ্বিতীয় পুরস্কার পেয়েছে মোহাম্মদ নিয়াজ হাসানের ছবি ‘অর্ডার’, তৃতীয় পুরস্কার পেয়েছে ইরতিজা আলম জয়িতা ও আমিনুল ইসলাম নিলয়ের ‘ইউফোরিক প্যারানয়া’। বাংলাদেশি তরুণ চলচ্চিত্র নির্মাতা বিভাগে প্রথম হয়েছে মুসতাক মুজাহিদের নির্মাণ করা চলচ্চিত্র প্রথাসিদ্ধ, দ্বিতীয় পুরস্কার পেয়েছে নভেরা হাসান নিক্কন নির্মিত আগুয়ান সান বিহাইন্ড দ্য হরাইজন। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুদে চলচ্চিত্র নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক সংস্কৃতিমন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।