গণমাধ্যমের মালিকদের ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাসের টাকা পরিশোধ করার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত
আজ সোমবার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী সুরক্ষা প্রয়াস তৈরি করেছেন। তিনি দল-মত নির্বিশেষে সবার জন্য অনুদানের ব্যবস্থা করেছেন। সাংবাদিকদের দুঃখ-কষ্টে প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন। এগুলো আরও বড় আকারে তুলে ধরা হবে।
নবম ওয়েজ বোর্ডের পাওনা বুঝিয়ে দিতে মিডিয়া মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সব পেশায় বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা থাকা দরকার। কাউকে শর্ট নোটিশে চাকরিচ্যুত করা যাবে না, দুই তিন মাসের সময় দেওয়া দরকার।
গণমাধ্যম কর্মী আইন করা দরকার মন্তব্য করে তিনি বলেন, এটাকে আরও পর্যালোচনা করা প্রয়োজন এবং দ্রুত পাস করা দরকার। একই সঙ্গে সময় ও চাহিদার সঙ্গে সাংবাদিকদের অনুদানের পরিমাণ বাড়ানো দরকার।
তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ৬৩ কোটি টাকা আছে। আরও ২০ কোটি টাকা প্রধানমন্ত্রী দেবেন। শেখ হাসিনার সরকার সাংবাদিক ও গণমাধ্যমবান্ধব সরকার।