Wednesday , 26 June 2024
শিরোনাম

ঈদের দিন বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে সোমবার (১৭ জুন)। ঈদে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে। এই জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনৈতিকবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ নামাজ আদায় করবেন। তাই নামাজের আগে ও নামাজচলাকালীন সময়ে আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখবে ডিএমপি।

রোববার (১৬ জুন) ডিএমপি ট্রাফিক রমনা বিভাগের পক্ষ থেকে এই ট্রাফিক নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সকাল থেকে মৎস্য ভবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাঁটাবন ক্রসিংয়ে যান চলাচল করতে পারবে না। এসব সড়কে ডাইভারশন দিয়ে অন্য সড়ক দিয়ে যান চলাচল করবে। তবে হেঁটে এসব পয়েন্ট দিয়ে ঈদগাহে প্রবেশ করা যাবে।

ডিএমপি জানায়, ঈদ জামাতে আগত গাড়িগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, ফুলার রোড, মুহসীন হল মাঠে পার্কিং করতে হবে।

Check Also

এবারেও পরিত্যক্ত অবস্থায় হরিণের মাথাসহ চামড়া উদ্ধার,অপরাধী লাপাত্তা!

(২৬ জুন) বুধবার রাত ১টার দিকে  পাথরঘাটা  কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাথা,চামড়া,শিং উদ্ধার।  তবে পূর্বের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x