Friday , 29 March 2024
শিরোনাম

ঈদে – হাসান জাহাঙ্গীর এর- বিশেষ চমক

ই এম আকাশ : পবিত্র ঈদুল ফিতরে বৈশাখী টেলিভিশনে ঈদের সাত পর্বের নাটক সিঁড়ি নির্মাণ করলেন। চমক হিসেবে একসাথে থাকলো- মিশা সওদাগর কাজী হায়াত – হাসান জাহাঙ্গীর। এছাড়াও ফিল্মের এক ঝাক তারকারা অভিনয় করেছেন এই সিরিয়ালে। আছে- মারুফ – নিঝুম রুবিনা – আইভি নুর – নাদের খান-শাহিন – নিথর মাহবুব- সেলিম.. সহ অনেকে! নাটকটির গল্প যেভাবে তৈরি হলো। মানুষের স্বপ্ন থাকে আকাশ ছোঁয়া। তা কখনোই সম্ভব না। বাট প্রতিটি মানুষের জীবনে একটা সিঁড়ি প্রয়োজন হয়। যে সিঁড়ির দিয়ে উপরে উঠে নিজের একটা অবস্থান করতে চাই। এই সমাজে অনেকে করছে ও– ঐরকম একটা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে বাচ্চু শহরে আসে। সিঁড়ির সন্ধান পেয়েও যায় বাট বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ চৌধুরী একটা কন্ডিশন দিয়ে বসে। ধনাঢ্য শিল্পপতি মবিন চৌধুরী কে কিল করে তার একমাত্র মেয়ে জবা কে কিডন্যাপ করতে হবে। বাচ্চু। সেজন্য সহজ সরল আবুলকে গ্রাম থেকে ধরে নিয়ে এসে কিলার বানায়। আবুল সত্য কথা বলে। তার ছোট বোন এর পড়ালেখার কথা চিন্তা করে.. বাধ্য হয় কিলার হতে.. কার প্রয়োজনে কে সিঁড়ি ব্যবহার করছে কে কাকে ব্যবহার করছে কিভাবে ব্যবহারিত হচ্ছে তা ই ফুটে উঠবেই নাটকে। থ্রিলার এবং সাসপেন্স ভিত্তিক নাটক দিয়ে- সিঁড়ি । হাসান জাহাঙ্গীর প্রতিবারের মতো এবার ঈদেও নিয়ে আসছে হাফ ডজন ঈদের নাটক। প্রতিটি নাটকে গল্প এবং শিল্পীদের নিয়ে থাকবে চমক। হাসান জাহাঙ্গীর বৈশাখী টেলিভিশনে- দীর্ঘ ধারাবাহিক নাটক- ফ্যামিলি ডিসটেন্স এবং এনটিভিতে – প্রবাসী পরিবার – সিরিয়ালের অভিনয় নিয়ে ব্যস্ত আছেন ‌। ঈদ উপলক্ষে নির্মাণ করছেন প্রসাধনী পণ্যের বিজ্ঞাপন। দুবাই থেকে নির্মাণ করে এলেন মোল্লা ট্রাভেল অ্যান্ড টুরিজম এর বিজ্ঞাপন। ঈদের পরপর টিভিসি নির্মাণ করার উদ্দেশ্যে উড়াল দিবেন আমেরিকা কানাডা এবং ইতালিতে .. এসে.. প্রথম ব্যয়বহুল সিনেমা- ট্রল- নির্মাণে হাত দিবেন। ইতিমধ্যে সিনেমাটির নাম এফডিসিতে এন্ট্রি করা হয়ে গেছে। গান রেকর্ডিং এর কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে নতুন চমক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এমনটি ই জানিয়েছেন নির্মাতা অভিনেতা হাসান জাহাঙ্গীর।

Check Also

শাকিবের ‘রাজকুমার’-এর ফার্স্ট লুক প্রকাশ

সবাইকে চমক দিয়ে শাকিবের ফেসবুকে প্রকাশ করা হয়েছে ‘রাজকুমার’-এর ফার্স্ট লুক। পোস্টারে দেখা যাচ্ছে শাকিব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x