ঈদ উল আজহা উপলক্ষে আগামী ১-১০ জুলাই দোকান, মার্কেট, বিপনিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সাময়িকভাবে এ পরিবর্তন আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে শ্রম মন্ত্রণালয় ২০ জুন থেকে রাত ৮টায় দোকান-মার্কেট বন্ধের ঘোষণা দেয়।
মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ দোকান মালিক সমিতির অনুরোধে ১-১০ জুলাই পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলার রাখার অনুমতির দেওয়া হয়েছে।
তবে ১০ জুলাইয়ের পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালন করা হবে।